টঙ্গীতে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার
বি এ রায়হান, গাজীপুরঃ পঞ্চাশ বোতল ফেনসিডিলসহ মঞ্জিল আক্তার ওরফে নুপুর (২৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নুপুর জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকার নাকুরগাছী গ্রামের বাবু সরকারের মেয়ে। তিনি দীর্ঘদিন যাবৎ টঙ্গীর দত্তপাড়া ওসমান গনি রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। টঙ্গী পূর্ব থানার এস আই হুমায়ন কবির জানান, দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য ফেনসিডিল এনে বিভিন্ন কৌশলে টঙ্গী এলাকায় বিক্রয় করতো মঞ্জিল আক্তার নুপুর। গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার সংবাদ পেয়ে টঙ্গীর দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মঞ্জিল আক্তার নুপুকে গ্রেফতার করি। আসামীর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা, উত্তরা পূর্ব থানা, জয়পুরহাট সদর থানা, পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রয়েছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাভেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।